TAHERCOXBD.COM https://www.tahercoxbd.com/2023/01/live-chat-bkash.html

Live Chat Bkash - বিকাশ লাইভ চ্যাট ২০২৩

Bkash Live Chat 2023 New Link জেনে নিন আজকের টিউটোরিয়াল এ। 


    Live Chat Bkash - বিকাশ লাইভ চ্যাট লিংক

    Bkash Live chat 2023 Link চালু হয়েছে।  livechat.bkash.com এখন বন্ধ হয়ে গেছে তাই নতুন লিংক জেনে নিন আজকে। 



    what is live chat bkash? 

    বিকাশ লাইভ চ্যাট কি? 

    Live chat bkash হচ্ছে বিকাশ কতৃক কাস্টমারের জন্য প্রদানকৃত একটা অনলাইন সেবা। যার মাধ্যমে যেকোনো বিকাশ গ্রাহক অনলাইনে বিকাশ সংক্রান্ত সমস্যার সমাধান পাবেন।  এতে বিকাশে ফোন করে বিকাশ নিয়ে কথা বলতে হবে না আর। Live chat bkash এর মাধ্যমে সহজেই যেকোনো বিষয়ে বিকাশ প্রতিনধির সাথে কথা বলা যাবে এবং যেকোনো সমস্যা নিয়ে সমাধান পাওয়া যাবে। 

    BKash Customer Care Number :

    bKash Customer Care Number is 16247 and bKash Live Chat link is livechat.bkash.com

    Live chat bkash বা বিকাশে লাইভ চ্যাট করবো কিভাবে ? 

    সম্প্রতি বিকাশের লাইভ চ্যাট সার্ভিস বন্ধ হয়ে গেছে এটা নিয়ে শুরু হয়েছে নতুন প্রতিক্রিয়া। আসলে ঐ লিংকটা বন্ধ করে দেওয়ার হয়তো বিভিন্ন কারণ থাকবে। কিন্তু সেটা বন্ধ হলে live chat bkash আবারও চালু করা হয়েছে তবে নতুন লিংকে।



    live chat bkash link 2023

    বিকাশ লাইভ চ্যাট লিংক ২০২৩ :

    বিকাশের লাইভ চ্যাট লিংক পরিবর্তন করে নতুন লিংক চালু করা হয়েছে। এতে বিকাশে যারা কোন কারণ ছাড়াই চ্যাট করতো তাদের থেকে রক্ষা পাওয়া সম্ভব হচ্ছে। নতুন লাইভ চ্যাট করার লিংক এখানে দেওয়া হয়েছে। বিকাশের সাথে যোগাযোগ করার অন্যতম মাধ্যম হচ্ছে Bkash Live Chat 
    Live Chat Bkash একটি সেরা সার্ভিস। 

    আরও পড়ুন :

    নতুন নিয়মে bkash live chat করার নিয়ম :


    প্রথমেই নিচের লিংকে ক্লিক করে একটা ওয়েবপেইজে প্রবেশ করতে হবে, সেখানে লাইভ চ্যাট করার অপশন দেখতে পারবেন। 

    নতুন bKash Live Chat লিংক : 

    যেমনটা ছবিটিতে দেখা যাচ্ছে :


    বিকাশের সাথে যোগাযোগ করার জন্য bKash live Chat করার জন্য Live Chat Now বাটনে ক্লিক করুন, যেমনটা ছবিতে চিহ্নিত করা হয়েছে :


    বিকাশের সাথে লাইভ চ্যাট করার জন্য যখন Live Chat bkash এ ক্লিক করবেন তখন একটা Pop Up Menu চালু হবে, যেখানে আপনাকে language সিলেক্ট করতে বলা হবে।  অর্থাৎ আপনি কোন ভাষায় bkash live chat করতে চান সেই ভাষাতে ক্লিক করুন। 



    ভাষা যখন নির্বাচন করবেন তখন আপনাকে একটা মেনু দেখাবে সেখানে পর পর আপনাকে ক্লিক করতে হবে যথাক্রমে Customer Service



    Customer Service যখন নির্বাচন করবেন তখন আপনাকে একটা মেনু দেখাবে সেখানে পর পর আপনাকে ক্লিক করতে হবে যথাক্রমে Yes 


    উপরোক্ত কাজগুলো শেষ হলেই আপনাকে আপনার নাম, যোগাযোগ নাম্বার এগুলো দিতে বলবে,এগুলো একের পর এক সঠিকভাবে দেওয়া শুরু করার পর লাইভ চ্যাট শুরু হবে। 



    উপরোক্ত কাজগুলো শেষ হলেই আপনাকে আপনার নাম, যোগাযোগ নাম্বার এগুলো দিতে বলবে। এগুলো দেওয়া শেষ হওয়া মাত্রই আপনার bkash Live chat শুরু হবে, যেমনটা নিচের ছবিতে দেখতে পাচ্ছেন :





    এবার আপনার যাবতীয় সমস্যা ওখানে শেয়ার করে আপনার উত্তর পেয়ে যান সহজেই। এভাবেই নতুন নিয়মে বিকাশের সাথে bkash live chat করার সুযোগ পাচ্ছেন। 


    বিকাশ লাইভ চ্যাট থেকে আপনি কিভাবে সেবা পেতে পারেন এবং কি কি সেবা পেতে পারেন অনেকেই জানেন না। চলুন জেনে নেওয়া যাক আজকেই। 


    bkash live chat  বা বিকাশ লাইভ চ্যাট থেকে কি সেবা পাওয়া যাবে? 

    • পিন ভুলে গেলে সেটা নতুন করে ঠিক করে নিতে পারবেন। 
    • কেউ টাকা মেরে দিলে বা প্রতারিত হয়ে থাকলে অ্যাকাউন্ট লকড করাতে পারবেন। 
    • বিকাশ অ্যাকাউন্টে সমস্যা দেখা দিলে সেটা নিয়ে জানতে পারবেন।
    • যেকোনো অফার বিষয়ক তথ্য জানতে পারবেন। 
    • বিকাশের যেকোনো সেবা নিয়ে প্রশ্ন করতে পারবেন। 

    এভাবে বিকাশ লাইভ থেকে অনেক সুযোগ-সুবিধা পাওয়া যাবে। 


    Bkash App Download বা বিকাশ অ্যাপ ডাউনলোড করার নিয়ম :

    বিকাশ অ্যাপ ডাউনলোড করার জন্য প্লেস্টোরে গিয়ে বিকাশ বা Bkash লিখে সার্চ করলেই হবে। 
    অথবা আপনি চাইলে বিকাশের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন। 
    বিকাশ অ্যাপ দিয়ে সহজেই বিকাশের সকল সেবা ব্যবহার করা যাবে। 



    যেকোনো প্রয়োজনে জয়েন করুন Tahercoxbd Community তে
    Facebook Group : www.facebook.com/tahercoxbdofficials
    Telegram Group  : https://t.me/tahercoxbd
    YouTube Channel :


     যেকোনো প্রয়োজনে কমেন্ট করুন।

    Share this post:

    0 টি মন্তব্য

    দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন . ??

    Notification