TAHERCOXBD.COM https://www.tahercoxbd.com/2022/09/bkash-to-islami-bank-money-transfer.html

Bkash To Islami Bank Money Transfer | বিকাশ টু ব্যাংক টাকা জমা

BKash To Bank Money Transfer easily

BKash To Bank Money Transfer


bKash To Bank Transfer করার জন্য এতদিন আমরা অনেকে চাচ্ছিলাম, যেটা আজ সত্যি সত্যি বাস্তব রূপ ধারণ করলো।অর্থাৎ এখন থেকে bKash To Bank Transfer করা যাবে যেকোনো পরিমাণ টাকা। এতে আমাদের টাকা দেওয়ার হয়রানি একদম কমে গেলো। 


    সম্প্রতি বিকাশ নতুন নতুন ফিচার এড করেছে,এতে সমৃদ্ধ হচ্ছে নতুনভাবে। 
    বিকাশের নতুন ফিচারটির মাধ্যমে আপনি চাইলে এখন আর কষ্ট করে টাকা হাতে নিয়ে ব্যাংকে গিয়ে জমা রাখতে হবে না। বিকাশ অ্যাকাউন্ট থেকেই সরাসরি টাকা জমা করতে পারবেন আপনার IBBL বা Islami Bank এর অ্যাকাউন্ট এ।
    যদিও এতে অন্যান্য ব্যাংকও রয়েছে কিন্তু আমি দেখাবো কিভাবে ইসলামি ব্যাংকে টাকা জমা বা ট্রান্সফার করতে পারবেন সেটা। 
    আপনার অ্যাকাউন্ট স্টুডেন্ট হোক বা সেভিংস হোক সমস্যা নেই। যেকোনো অ্যাকাউন্ট এ এই পদ্ধতিতে আপনি বিকাশ থেকে ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন এতে আপনার ব্রান্সে যেতে হবে না। 

    বিকাশ থেকে যেসব ব্যাংকে টাকা ট্রান্সফার করা যাবে :


    • AB Bank Limited
    • Agrani Bank
    • BRAC Bank
    • City Bank
    • Community Bank Bangladesh
    • DHAKA BANK LIMITED
    • Eastern Bank Ltd.
    • IFIC Bank Limited
    • Sonali Bank


    বিকাশ থেকে IBBL অ্যাকাউন্ট এ টাকা ট্রান্সফার করবো কিভাবে ? 

    বা 

    Bkash থেকে IBBL Student অ্যাকাউন্ট এ টাকা জমা রাখবো কিভাবে? 


    প্রথমে বিকাশ অ্যাপ ডাউনলোড করে নিন এবং লগিন করা সম্পন্ন হলে, সেখানে নিচের মতো Transfer Money একটা অপশন দেখতে পারবেন। ট্রান্সফার এ ক্লিক করুন 


    Transfer এ ক্লিক করার পর আপনাকে দুটো অপশন দেখাবে। আপনি যদি ইসলামি ব্যাংকে টাকা জমা করতে চান Card এ ক্লিক করুন 
    * অন্যান্য ব্যাংকে টাকা জমা রাখার নিয়ম জানতে এখানে ক্লিক করুন *




    এবার আপনি যদি ইসলামি ব্যাংক অ্যাকাউন্ট এ টাকা জমা রাখতে চান তবে Visa Debit Card এ ক্লিক করুন, যদি অন্য ব্যাংকে জমা রাখতে চান তবে Bank Transfer এ ক্লিক করুন 
    ( যেহেতু আমি IBBL এ ট্রান্সফার করবো তাই Visa Card এ ক্লিক করে দেখালাম) 


    এবার আপনাকে আপনার অ্যাকাউন্ট এর Visa Card এর ১৬ ডিজিটের নাম্বার ওখানে দিতে হবে। দেওয়ার পর Continue করুন।



    যদি কার্ডের ১৬ ডিজিট নাম্বার সঠিকভাবে দিয়ে থাকেন তবে আপনাকে টাকার পরিমাণ লেখার অপশন দেখাবে। 


    এবার 

    bKash To Bank transfer 

    কত টাকা করতে চান সেই অ্যামাউন্টের পরিমাণ লিখুন 

    ( সর্বনিম্ন ৫০৳ ট্রান্সফার করা যাবে)
    আমি 300৳ ট্রান্সফার করে দেখাচ্ছি। 
    টাকার পরিমাণ দিয়ে Continue তে ক্লিক করুন। 


    এবার আপনার বিকাশ পিন নাম্বার দিয়ে চেপে ধরুন এবং Successful লিখা আসলেই আপনার টাকা জমা হয়েছে। 


    বিকাশ থেকে ব্যাংক ট্রান্সফার ফি কত ? 

    বিকাশ থেকে ব্যাংক ট্রান্সফার ফি ১.২৫% অর্থাৎ ১০০৳ ট্রান্সফার করলে ১.২৫৳ ফি কাটবে। যেটা ক্যাশআউট চার্জের চেয়ে কম। সুতরাং এতে আমরা নিজেরা লাভবান হচ্ছি।
    কারণ এতে ক্যাশআউট চার্জ কম যাচ্ছে এবং শাখায় পায়ে হেঁটে গিয়ে অনেক্ক্ষণ দাড়িয়ে থেকে টাকা জমা দিতে হচ্ছে না। 


    বিকাশ থেকে ব্যাংক টাকা জমানোয় কি কি লাভ হচ্ছে? 

    সময় বাচঁতেছে। 
    বিকাশের ক্যাশআউট চার্জ দিয়েই আমরা ব্যাংকে টাকা রাখতে পারতেছি, এতে এক্সট্রা টাকা খরচ হচ্ছে না।
    সময় এবং শ্রম কম যাচ্ছে। 
    জমা রশিদ পূরণ করার ঝামেলা নেই। 
    এছাড়া সাথে সাথে টাকা জমা হচ্ছে। 


    বিকাশ থেকে ব্যাংক টাকা জমা হয়েছে কিনা দেখবো কিভাবে ? 


    বিকাশ থেকে ব্যাংক হিসাবে টাকা পাঠানোর পর আপনাকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিবে টাকা জমা হয়েছে সেটা,যদিও অনেক সময় এসএমএস আসে না। এক্ষেত্রে বিকাশ থেকে ব্যাংক হিসাবে টাকা জমা হয়েছে কিনা জানতে হলে
    এটা দেখার জন্য আপনাকে অবশ্যই Cellfin অ্যাপ এ রেজিস্ট্রার থাকতে হবে এবং সেখানে আপনার ব্যাংক হিসাব এড করা থাকতে হবে। 
    যদি Cellfin APP খোলা থাকে এবং সেখানে আপনার ব্যাংক হিসাব লিংকড করা থাকে তবে বিকাশ থেকে ব্যাংক হিসাবে টাকা জমা হয়েছে কিনা জানতে নিচের পদ্ধতি অনুসরণ করুন :

    প্রথমে Cellfin APP এ প্রবেশ করুন 
    মোবাইল নাম্বার এবং Cellfin PIN দিয়ে Login করুন। 


    লগিন করা সম্পন্ন হলে এবার Statement অপশন এ ক্লিক করুন সেখানে তারিখ লিখা আছে দেখুন।
    Cellfin PIN দিয়ে View তে ক্লিক করুন দেখুন আপনি কত টাকা bKash To Bank Transfer করছেন সেটা দেখা যাচ্ছে। 



    এভাবে আপনি bKash To Bank Transfer করার পর টাকা জমা হয়েছে কিনা জানতে পারবেন। 
    অনেকের সেলফিন অ্যাপ নাই, আপনারা চাইলে অন্য একটা পদ্ধতিতে ব্যাংকের বর্তমান ব্যালেন্স কত সেটা জেনে নিতে পারবেন। 

    সেলফিন অ্যাপ ছাড়া ব্যাংক হিসাবের ব্যালেন্স জানুন : 


     যেকোনো প্রয়োজনে কমেন্ট করুন।

    Share this post:

    0 টি মন্তব্য

    দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন . ??

    Notification