TAHERCOXBD.COM https://www.tahercoxbd.com/2022/02/mathematics-subject-review.html

গণিত সাবজেক্ট রিভিউ | Mathematics Subject Review

গণিত সাবজেক্ট রিভিউ | Mathematics Subject Review in Bangla And Job facilities details 


গণিত সাবজেক্ট রিভিউ | Mathematics Subject Review in Bangla And Job facilities details


আমরা সবাই অবগত যে বৈজ্ঞানিক সূত্রগুলো সাধারণত গণিতের মাধ্যমে প্রকাশ করা হয়ে থাকে। সাধারণত বিজ্ঞানীরা গাণিতিকভাবে বিশ্লেষণ করে বৈজ্ঞানিক সূত্রগুলো আবিষ্কার করে থাকেন। 



    এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন সমস্যাগুলো গণিত নির্ভর হয় গাণিতিক সমীকরণ ব্যবহার করে এগুলো সমাধান করা হয়ে থাকে।

    সকল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ রয়েছে। গণিত সম্পর্কিত বিভিন্ন অনুষদে রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো বিজ্ঞান, প্রকৌশল, জীববিজ্ঞান ও বাণিজ্য অনুষদ ইত্যাদি।


    গণিত বিষয় নিয়ে ক্যারিয়ার গঠন করতে চাইলে আপনাকে গণিতের প্রতি প্রবল আগ্রহী হতে হবে। গণিত বিষয়ের প্রতি যদি আপনার প্রবল ঝোঁক না থাকে তাহলে গণিত বিষয়ে পড়াশোনা করে ক্যারিয়ার গঠনের সময় সফল হতে পারবেন না। 

    কারণ গণিত বিষয় তুলনামূলক অন্যান্য বিষয় থেকে একটু কঠিন এটা সবাই জানে। তাই আপনার যদি গণিতপ্রীতি থাকে তবে আপনি এ বিষয়ে অনায়াসে ভালো করতে পারবেন।


    সাবজেক্ট রিভিউ গণিত

    আমরা সবাই কমবেশি ছোটবেলা থেকে গণিত বিষয়ের সাথে পরিচিত। আমরা মাধ্যমিক পর্যন্ত সবাই গণিত বিষয় পড়াশুনা করে এসেছি। যদিও সাধারণত গণিত বিষয়টিকে কঠিন বলে বিবেচনা করা হয় তবুও আপনি যদি কঠোর পরিশ্রম করতে পারেন এ বিষয়ে পড়াশোনা করে সহজেই ক্যারিয়ার গঠন করতে পারবেন। 


    আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই আর্টিকেলটি মূলত গণিত সাবজেক্ট রিভিউ নিয়ে লেখা। সেই ধারাবাহিকতায় এখন আমি আলোচনা করব গণিত বিষয়ে কি কি পড়ানো হয় সে সম্পর্কে।


    গণিত বিষয়ে কি কি পড়ানো হয় 

    • কম্পিউটার বিজ্ঞানের মৌলিক বিষয়
    • প্রোগ্রামিং ভাষা 
    • বিশ্লেষণবিষয়ক কোর্স
    • গ্রুপ তত্ত্ব
    • বিমূর্ত বীজগণিত
    • টেনসর বিশ্লেষণ
    • বীজগণিত
    • জ্যামিতি
    • গাণিতিক বিশ্লেষণ
    • রৈখিক বীজগণিত
    • অন্তরীকরণ সমীকরণ
    • জীববিজ্ঞান বিষয় পড়তে হয়
    • প্রবাহ বলবিদ্যা বিষয় পড়তে হয়
    • গবেষণামূলক প্রতিবেদন লিখতে হয়
    • প্রকৌশল বিষয় পড়তে হয়
    • আন্তর্জাতিক মানের গবেষণা করতে হয়


    এখন আমরা জানব গণিত বিষয়ে পড়াশোনা করলে ভবিষ্যতে কোন কোন চাকরি করার সুযোগ সুবিধা পাবেন।


    গণিত বিষয়ের চাকরির ক্ষেত্রসমূহ

    • ব্যাংকে চাকুরী 
    • মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকুরী 
    • বিসিএস দিয়ে শিক্ষা ক্যাডার সহ অন্যান্য সাধারণ ক্যাডারে চাকুরী 
    • আন্তর্জাতিক গবেষণার সুযোগ 
    • Financial Firm 
    • Data Science /Business Analytics
    • প্রাইমারি স্কুলের শিক্ষক (সরকারি ও বেসরকারি)
    • হাই স্কুলের শিক্ষক (সরকারি ও বেসরকারি) 
    • কলেজের শিক্ষক (সরকারি ও বেসরকারি)
    • বিশ্ববিদ্যালয়ের শিক্ষক (পাবলিক ও প্রাইভেট) 
    • Actuarial Scientist
    • Financial Engineering
    • সকল প্রকার সাধারণ সরকারি চাকুরী



    এখন আমরা জানবো গণিত বিষয়ের ভবিষ্যৎ সম্পর্কে।

    গণিত বিষয়ের ভবিষ্যৎ কেমন হবে ? 

    এই তথ্য প্রযুক্তির বিশ্বে প্রতিনিয়ত গণিত বিষয়ের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। কোন বিষয়ে পড়াশোনা করে ক্যারিয়ার নিয়ে চিন্তা করতে হয় না। বর্তমান সময়ে গণিত বিষয়ে যেমন চাহিদা রয়েছে অদূর ভবিষ্যতে গণিত তার এ চাহিদা ধরে রাখতে সক্ষম হবে।

    কেননা কৃত্রিম বুদ্ধিমত্তায় গণিত এর ব্যাপক ব্যবহার পরিলক্ষিত হয়। এভাবে নতুন নতুন চাকুরী ফিল্ড উন্মোচিত হবে। গণিতের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয়তা রয়েছে। তাই এই বিষয়টি আজীবন গুরুত্বপূর্ণ হিসেবে থাকবে।


    গণিত সাবজেক্ট সম্পর্কিত আরো কিছু কিওয়ার্ড

    গণিত সাবজেক্ট রিভিউ,গণিতে অনার্স ক্যারিয়ার,গণিতে পড়ে জব,গণিতে ক্যারিয়ার

    গণিতে চাকুরী

    Subject  Review  Mathematics

    Mathematics Subject  Review 

    সাবজেক্ট রিভিউ গণিত 

    গণিত কেন পড়বো 

    Mathematics Subject  Review in Bangladesh

    Mathematics subject jobs in Bangladesh

    Mathematics subject in Bangladesh 

    Share this post:

    0 টি মন্তব্য

    দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন . ??

    Notification